
মেডিকেল শিক্ষাকে আরও সহজ, কার্যকর ও আধুনিক করতে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় কলেজের এনাটমি বিভাগে আনুষ্ঠানিকভাবে এই মনিটরের উদ্বোধন করা হয়।
থ্রি-ডি অ্যানিমেশন একটি আধুনিক শিক্ষামূলক সফটওয়্যার, যার মাধ্যমে পাঠ্যবইয়ের জটিল বিষয়বস্তুকে থ্রি-ডি অ্যানিমেশন, ভিডিও ও ইন্টারঅ্যাক্টিভ টুলের সাহায্যে শিক্ষার্থীদের কাছে আরও সহজ ও বোধগম্যভাবে উপস্থাপন করা যায়। এ প্রযুক্তির মাধ্যমে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ, রক্ত সঞ্চালনের প্রক্রিয়া এবং জটিল সার্জারির ধাপগুলো ত্রিমাত্রিকভাবে প্রদর্শন করা সম্ভব। ফলে বইয়ের স্থির ছবি বা সাধারণ ভিডিওর তুলনায় বিষয়গুলো অনেক বেশি স্পষ্টভাবে অনুধাবন করা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদ্-দ্বীন হাসপাতাল ও নার্সিংসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসান এবং এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ. বি. এম. ওমর ফারুক।
বক্তারা বলেন, মেডিকেল শিক্ষার মানোন্নয়ন এবং এনাটমি ও বিভিন্ন জটিল রোগ-ব্যাধি সহজভাবে বোঝাতে থ্রি-ডি অ্যানিমেশন প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাঠ্যবইয়ের বিষয়বস্তুকে থ্রি-ডি অ্যানিমেশনে রূপান্তরের মাধ্যমে কঠিন ধারণাগুলোকে আরও জীবন্ত ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়, যা শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়ানোর পাশাপাশি বোঝার সক্ষমতা বৃদ্ধি করে। নতুন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের জন্য এটি একটি আধুনিক ও কার্যকর প্রশিক্ষণ সহায়ক হিসেবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং এনাটমি বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন